চীনে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এসপি আরিফের মেয়ে অপ্সরা
বগুড়া সংবাদ ডট কম : চীনে এ্যালোহা এ্যাবাকাস এন্ড মেন্টাল এ্যারিথমেটিক ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে নাজিবা নওমীর অপ্সরা। সে বগুড়ার পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল ও নওগা সদর উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাইয়ার সুলতানার কন্যা। চীনের গুয়াংঝু প্রদেশের ফোশান শহরে মার্কোপলো হোটেলে গত ২০ জুলাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ সহ সারা বিশ্বের ১৬টি দেশ থেকে প্রায় ৮ শ প্রতিযোগি অংশ গ্রহন করে। বাংলাদেশ থেকে অংশ গ্রহন করে প্রায় ৩৫০ জন। এতে নাজিবা নওমীর (অপ্সরা) ৭০ নম্বরের মধ্যে ৬৯ নম্বর পেয়ে আন্তজাতিক পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব আজন করে। অপ্সরা বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ নওগাঁয় ৩য় শ্রেণীতে অধ্যয়নরত। বগুড়া জেলায় অতি: পুলিশ সুপার পদে কর্মরত (পদন্নোতিপ্রাপ্ত পুলিশ সুপার) আরিফুর রহমান মন্ডল বিপিএম-(বার), পিপিএম তার কন্যার সুন্দর ভবিষ্যতের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।