বগুড়া জেলার সংবাদবগুড়া সদর
বগুড়া সরকারী আঃহঃ কলেজ এর শিক্ষার্থীদের বন্ধ হল খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল
বগুড়া সংবাদ ডট কম : বগুড়া সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থীদের বন্ধ হল খুলে দেওয়ার দাবিতে মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে কলেজ শাখা ছাত্রলীগ৷ কলেজের মুক্তমঞ্ছের সামনে থেকে সোমবার দুপুরে মিছিলটি শুরু হয়ে বটতলায় যেয়ে শেষে হয়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই সময় বক্তারা বন্ধ হল গুলো খুলে দেওয়ার জন্য প্রশাসনের প্রতিদিন জোর দাবি জানায়। এছাড়াও হলগুলো না খুললে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আন্দোলনে যাবার ঘোষণা দেওয়া হয়। সমাবেশটি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মোজাম্মেল হোসাইন বুলবুলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আব্দুর রউফ সঞ্চালনা করেন। ওই সময় কলেজ ছাত্রলীগের জাহিদ, বিধান, সোহাগ, আনোয়ার, রিয়েল, ইমাম, দুলাল, সুজন, মেহেরুন, সোয়াইব সহ সকল পর্যায়ের নেতাকর্মী ও বগুড়া জেলা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।