ধুনটবগুড়া জেলার সংবাদ
ধুনটে ভুতবাড়ী প্রাথমিক বিদ্যালয়ে গুজব প্রতিরোধে মা সমাবেশ অনুষ্ঠিত
বগুড়া সংবাদ ডট কম (ধুনট প্রতিনিধি ইমরান হোসেন ইমন) : বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের ভুতবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডেঙ্গু রোগ ও ছেলেধরা গুজব প্রতিরোধে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কামরুল হাসান। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইউপি সদস্য সুলতানা জাহানের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন সহকারী শিক্ষা কর্মকর্তা মাকসুদার রহমান, আমিনুল ইসলাম, রঞ্জুন কুমার, মোমিনুল হক, আরিফুর রহমান, বিল্পব কুমার, অরুন কুমার দেবনাথ, ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল বারিক প্রমূখ।