দুপচাঁচিয়ায় ৩দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন
বগুড়া সংবাদ ডট কম (দুপচাঁচিয়া প্রতিনিধি আবু রায়হান) : ‘পরিকল্পিত ফল চাষ, যোগাবে পুষ্টি সম্মত খাবার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দুপচাঁচিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের আয়োজনে ২৯জুলাই থেকে ৩১জুলাই (৩দিন ব্যাপী) ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন আদমদীঘি-দুপচাঁচিয়া এলাকার সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড. নূরুল ইসলাম তালুকদার। উদ্বোধন শেষে মেলা চত্বরে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম জাকির হোসেনের সভাপতিত্বে ও উপসহকারী কৃষি অফিসার মামুন হোসেনের পরিচালনায় প্রধান অতিথি সংসদ সদস্য ছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান আহম্মেদুর রহমান বিপ্লব। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাজেদুল আলম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান শাহ মো. আব্দুল খালেক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স, উপজেলা নার্সারী মালিক সমিতির সভাপতি মুনছুর হেল্লাজ প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুপচাঁচিয়া পৌর মেয়র বেলার হোসেন, থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, উপজেলা আ’লীগ ও সহযোগী সংগঠন, জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। এদিন কৃষি সম্প্রসারণ অফিসের পক্ষ থেকে শিক্ষার্থীর মাঝে প্রায় সাড়ে ৬’শ বিভিন্ন ফলদ বৃক্ষের চারা বিতরণ করা হয়। মেলায় ১৮টি নার্সারীর স্টল স্থাপন করা হয়েছে।