নামুজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও আলোচনা অনুষ্ঠিত
বগুড়া সংবাদ ডটকম (আনোয়ার হোসেন, নামুজা প্রতিনিধি) : “গুজবে কান দিবেন না, আইন নিজের হাতে তুলে নিবেন না” আপনার সন্তানকে নিয়মিত স্কুলে পাঠান। “ছেলে ধরা” গুজবে কান না দিয়ে স্কুলে ছাত্র-ছাত্রীদের উপস্থিতি বৃদ্ধি ও “ ডেঙ্গু” সম্পর্কে অভিভাবকদের সচেতন করার লক্ষ্যে অভিভাবক সমাবেশ ও আলোচনা সভা ২৮ জুলাই (রবিবার) সকাল ১১টায় বগুড়া সদর উপজেলার নামুজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব হামিদুর রশিদ (মানিক)। প্রধান আলোচক ছিলেন নামুজা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জহুরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য মোঃ ফরহাদ হোসেন, মোঃ মাসুদ, মোঃ আছলাম উদ্দিন সহ এলাকার সূধীজন ও গন্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বলেন সম্প্রতি দেশে “ছেলে ধরা” গুজবে কান না দিয়ে স্কুলে ছাত্র-ছাত্রীদের উপস্থিতি বৃদ্ধি করতে হবে।