সড়ক দূর্ঘটনায় ছাত্রলীগ নেতার মৃত্যু
বগুড়া সংবাদ ডট কম (শাজাহানপুর প্রতিনিধি জিয়াউর রহমান) : বগুড়ার শাজাহানপুরে সড়ক দূর্ঘটনায় নাজমুল আহমেদ নয়ন (২২) নামে এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে। নয়ন উপজেলার মাদলা ইউনিয়নের মালিপাড়ার রামচন্দ্রপুর গ্রামের তাজুল ইসলামের পুত্র এবং মাদলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি।
শনিবার রাত ১০টার দিকে বগুড়া চারমাথা ভবের বাজার এলাকায় মেহেরা পাম্পের সামনে ঢাকা-বগুড়া মহাসড়কে এই দূর্ঘটনা ঘটে।
নিহতের স্বজনেরা জানান, নয়ন মসলার ব্যবসা করতো। রবিবার রাতে ব্যবসায়িক কাজে মটরসাইকেল যোগে ভবের বাজার এলাকায় যায়। সেখান থেকে ফেরার পথে মেহেরা পাম্পের সামনে পৌছিলে সামনে অজ্ঞাতনামা একটি ট্রাক হার্ডব্রেক করে। এসময় মোটরসাইকেলটি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা লাগে। গুরুতর আহত অবস্থায় নয়নকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। রোববার বাদ যোহর মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।
মেডিকেল ফাঁড়ির ইন্চার্জ এসআই আজিজ মন্ডল জানান, আহত অবস্থায় নয়নকে মেডিকেলে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পরে মানবিক দিক বিচার করে ময়না তদন্ত ছাড়াই রাতেই স্বজনদের হাতে লাশ হস্তান্তর করা হয়েছে।