ধুনটবগুড়া জেলার সংবাদ
ধুনটে নির্মান শ্রমিক ট্রেড ইউনিয়নের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
বগুড়া সংবাদ ডট কম (ধুনট প্রতিনিধি ইমরান হোসেন ইমন) : বগুড়ার ধুনট থানা নির্মান শ্রমিক ট্রেড ইউনিয়নের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। রবিবার সন্ধ্যায় সংগঠনের কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ধুনট থানা নির্মান শ্রমিক ট্রেড ইউনিয়নের সভাপতি শ্রী মনোরঞ্জন সাহার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আয়নাল হকের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রেজাউল করিম রেজা, জেলা পরিষদের সদস্য ফজলুল হক, শিক্ষক কামরুল ইসলাম, পৌর আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক রকিবুল হাসান বিদ্যুৎ, ধুনট থানা নির্মান শ্রমিক ট্রেড ইউনিয়নের সহ-সভাপতি আয়নাল হক, যুগ্ন সম্পাদক আব্দুল মজিদ, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, প্রচার সম্পাদক শাহ আলী, সদস্য আবু বক্কর প্রমূখ।