বুক পর্যন্ত পানিতে নেমে বন্যায় ক্ষতিগ্রস্থদের খোঁজ নিলেন সারিয়াকান্দি পৌর মেয়র সুমন
বগুড়া সংবাদ ডট কম : কোথাও কোমর পর্যন্ত আবার কোথাও বুক পর্যন্ত পানি। রাস্তাঘাট সহ বাড়ীঘরে পানি প্রবেশ করেছে। মানুষের দূর্ভোগের শেষ নেই। বন্যা কবলিত মানুষের পাশে সহায়তার হাত বাড়িয়ে দিতেই বুক পর্যন্ত পানিতে নেমে সেইসব পরিবারের মানুষের খোঁজ খবর নিলেন সারিয়াকান্দি পৌর মেয়র আলমগীর শাহী সুমন। তিনি সহ পৌর কাউন্সিলরগন এসব এলাকায় বাড়ী বাড়ী গিয়ে তালিকা করেছেন আবার তাদের কাছে ত্রান সমাগ্রী সহ শুকনো খাবার পৌছে দিয়েছেন। বাঙালী নদীর পানি বেড়ে যাওয়ায় পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে পানি প্রবেশ করেছে। প্রায় ২ সহস্রাধিক মানুষ বন্যায় পানিবন্দি হয়ে পড়েছে সারিয়াকান্দি পৌর এলাকার। এসব পরিবারের পাশে দাঁড়িয়েছেন সাবেক ছাত্রলীগনেতা মেয়র শাহী সুমন। গত কয়েকদিনে তিনি পৌর এলাকার বানভাসী মানুষের খোঁজ-খবর নিতে তাদের সাথে সাক্ষাত করেন।
জানা গেছে, বাঙ্গালী নদীর পানি বৃদ্ধিতে বন্যা কবলিত পৌরসভার হিন্দুকান্দি, বাড়ইপাড়া, গোসাইবাড়ী এলাকা তিনি পরিদর্শন করেন। বন্যা কবলিত পরিবারের তালিকা করে তাদের কাছে ত্রান সামগ্রী পৌছে দেয়ার স্লিপ দিয়ে আসেন। রবিবার পৌরসভার মেয়র সহ কাউন্সিলররা ত্রান সামগ্রী বন্যাকবলিতদের হাতে তুলে দেন।
হিন্দুকান্দি এলাকার বাসিন্দা রফিকুল মিয়া জানান, পৌর মেয়র সহ কাউন্সিলররা বুক পর্যন্ত পানিতে নেমে তাদের বাড়ীতে এসে খোঁজ খবর নিয়েছেন। মেয়র সুমন সত্যিকারের জননেতা হিসেবে বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন।
গোসাইবাড়ী এলাকার রাবেয়া জানান, তারা একজন যোগ্য মেয়র পেয়েছেন, যিনি কোমর পর্যন্ত পানিতে নেমে তাদের খোঁজ নিয়ে আবার ত্রান সামগ্রী দিয়েছেন।
আওয়ামী লীগ নেতা ও পৌর মেয়র আলমগীর শাহী সুমন বলেন, জনগনের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের অবশ্যই যে কোন দুর্যোগে জনগনের পাশে দাঁড়ানো উচিত। বন্যায় ক্ষতিগ্রস্থ পৌর এলাকার ২ সহস্রাধিক মানুষের মাঝে প্রথম দফায় ১৫ কেজি করে চাল দেয়া হয়েছে। ২য় দফায় আবারো ১৫ শ মানুষকে ১৫ কেজি করে চাল রবিবার দেয়া হয়। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বন্যাকবলিত মানুষের জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদান করছেন। সরকারের প্রচেস্টা সফল করতে পৌরকর্তৃপক্ষ কাজ করছেন। বন্যাকবলিতদের খোঁজ খবর নিতে এসময় আরো উপস্থিত ছিলেন সারিয়াকান্দি উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ইউনুছ আলী, সহ-সভাপতি মাহবুবুর রহমার রুবেল, সেচ্ছাসেবকলীগের সিনিয়র সহ-সভাপতি মোশারফ হোসেন, সাবেক ছাত্রলীগ সভাপতি মিজানুর রহমান, স্থানীয় কাউন্সিলর মিলন প্রাং, সাকি আক্তার, সামছুন্নাহার পুতুল সহ অন্যান্য নেতাকর্মী, সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।