দুপচাঁচিয়া পৌর প্যানেল মেয়র আজিমের পিতার ইন্তেকালে শোক প্রকাশ
বগুড়া সংবাদ ডট কম (দুপচাঁচিয়া প্রতিনিধি আবু রায়হান) : দুপচাঁচিয়া পৌরসভার ১নং প্যানেল মেয়র ৪নং ওয়ার্ড কাউন্সিলর আজিম মিন্ত্রীর পিতা ও ধোকরকোলা মহল্লার মৃত মদ্দিন মিস্ত্রীর ছেলে আরমান মিস্ত্রী(৭২) বার্ধক্যজণিত কারণে নিজ বাসভবনে গত ২৬জুলাই শুক্রবার সন্ধ্যায় ইন্তেকাল করেছেন। তাঁর মৃত্যুতে রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স, সহসভাপতি কামরুল হাসান লিটন, প্রভাষক শহীদুর রহমান, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, যুগ্ম সম্পাদক আবু কালাম আজাদ, কোষাধ্যক্ষ প্রভাষক অরবিন্দ কুমার দাস, সাংগঠনিক সম্পাদক এম,ডি শিমুল, দপ্তর সম্পাদক প্রভাষক মোসফিকুর রহমান সবুজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু রায়হান চৌধুরী, সহ প্রচার সম্পাদক উজ্জল চক্রবর্তী শিশির, সাহিত্য সম্পাদক গোলাম মুক্তাদির সবুজ সহ ক্লাবের সদস্যবৃন্দ।