বগুড়া জেলার সংবাদশেরপুর
শেরপুর উপজেলা প্রাণীসম্পদদের উদ্যোগে ফ্রি ভেটেরিনারি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
বগুড়া সংবাদ ডটকম ( শেরপুর প্রতিনিধি কামাল আহমেদ):বগুড়ার শেরপুরে উপজেলা প্রাণীসম্পদদের উদ্যোগে ফ্রি ভেটেরিনারি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রবিবার ( ২৫ আগষ্ট) সকাল ১০টায় উপজেলার খামারকান্দি ইউনিয়নের
পারভবানীপুর বালক সককারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদক কর্মকর্তা ডাঃ মোঃ আমির হামজা, জাতীয় পার্যায়ে জনপ্রশাসন পদক (ব্যাক্তিগত শ্রেনী) ২০১৯ অর্জন করায় শেরপুর উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ রায়হান, খামারকান্দি ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব, উপসহকারি প্রাণিসম্পদক কর্মকর্তা এস.এম শাহিদুল ইলসাম শাহিন, পারভবানীপুর বালক সককারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঘুনাথ মুখার্জী। এ সময় ২শ ২০টি গরু ও ৩শটি ছাগল, ৫০ টি ভেড়াকে ভ্যাকসিন, কৃমিনাশক ঔষধ, ভিটামিন প্রদান করা হয়।