দুপচাঁচিয়ায় মোটরসাইকেল চুরির ৬ঘন্টার মাথায় মোটরসাইকেলসহ এক তরুণ গ্রেপ্তার
বগুড়া সংবাদ ডট কম (দুপচাঁচিয়া প্রতিনিধি আবু রায়হান) : দুপচাঁচিয়ায় মোটরসাইকেল চুরির ছয় ঘন্টার মাথায় মোটরসাইকেল সহ লিপন হোসেন ওরফে রিপনকে(২৪) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া লিপন হোসেন রংপুরের পীরগঞ্জের মুকিমপুর গ্রামের নূর মিয়ার ছেলে।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, উপজেলা সদরের ডাকাহার গ্রামের স্কুল শিক্ষক আবদুর রশিদ শুক্রবার দুপুরে উপজেলার মোস্তফাপুর গ্রামে তাঁর আত্মীয়ের বাড়িতে তাঁর ব্যবহৃত বাজাজ-১০০সিসি(বগুড়া-হ-১৩-৫৪৪২) নিয়ে দাওয়াত খেতে যান। বাড়ির বাহিরে মোটরসাইকেলটি রেখে দাওয়াত খেয়ে এসে দেখেন তাঁর মোটরসাইকেলটি নেই। থানায় এসে অভিযোগের ছয় ঘন্টার মাথায় চুরি যাওয়া মোটরসাইকেলসহ লিপনকে জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার গোপিনাথপুর বাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মামলা দিয়ে বগুড়ার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।