দুপচাঁচিয়ায় স্বেচ্ছাসেবকলীগের ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
বগুড়া সংবাদ ডট কম (দুপচাঁচিয়া প্রতিনিধি আবু রায়হান) : বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ এর ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী ও সজীব ওয়াজেদ জয় এর জন্মদিন পালন উপলক্ষে দুপচাঁচিয়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে কেক কর্তন করা হয়েছে। শনিবার বিকালে দলীয় কার্যালয়ে কেক কাটেন উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান খান সেলিম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আব্দুস সবুর খন্দকার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মামুনুর রশিদ রাজু, সহসভাপতি বাখের আলী সেন্টু, আলাল হোসেন, রফিকুল ইসলাম, শহীদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ আলী খান আঙ্গুর, সাংগঠনিক সম্পাদক রজনী হোসেন, সাইদুল ইসলাম, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আনিছুর রহমান আনিস, দুপচাঁচিয়া পৌর স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আব্দুল হাকিম, যুগ্ম আহবায়ক নাঈমুল ইসলাস জিহাদ, তালোড়া পৌর স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক কৃষ্ণ কুমার বাবু, যুগ্ম আহবায়ক আবু কালাম আজাদ, স্বেচ্ছাসেবকলীগ নেতা শেখ রিপন, রাসেল আহম্মেদ প্রমুখ।