দুপচাচিঁয়াবগুড়া জেলার সংবাদ
দুপচাঁচিয়ায় বিদ্যুতায়িত হয়ে এক ব্যক্তির মৃত্যুদুপচাঁচিয়ায় বিদ্যুতায়িত হয়ে এক ব্যক্তির মৃত্যু
বগুড়া সংবাদ ডট কম (দুপচাঁচিয়া প্রতিনিধি আবু রায়হান) : দুপচাঁচিয়ার যোগিপোথা গ্রামে শুক্রবার রাতে বিদ্যুতায়িত হয়ে এক ব্যক্তি মারা গেছেন। নিহত ব্যক্তি রুহুল আমিন(৩৪) যোগিপোথা গ্রামের লুৎফর রহমানের ছেলে।
থানা ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে রুহুল আমিন তাঁর ঘরে ইলেকট্রিক সাউন্ড সিস্টেম মেরামতের কাজ করছিলেন। অসাবধানতা বশতঃ বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যান। ভোরে পরিবারের লোকজন তাঁকে ডাকতে গিয়ে দেখেন তিনি মারা গেছেন। তাঁর শরীরের ডান হাতে বিদ্যুতের তার জড়িয়ে ছিল। খবর পেয়ে থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, পরিবারের পক্ষ থেকে তাঁর মৃত্যু নিয়ে কোনো অভিযোগ না থাকায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে এবং পরিবারকে লাশটি দাফনের জন্য বলা হয়েছে।