আশা গড় মহাস্থান ব্রাঞ্চ-১ এর উদ্যোগে প্রাক প্রাথমিক শিক্ষা প্রশিক্ষণ অনুষ্ঠিত
বগুড়া সংবাদ ডট কম (মহাস্থান প্রতিনিধি এস আই সুমন) : শনিবার সকাল ১১ টায় বগুড়া সদরের গোকুলে মহাস্থান গড় আশা ব্রাঞ্চের আয়োজনে শিক্ষা সেবিকাদের নিয়ে প্রাক প্রাথমিক শিক্ষা শক্তিশালী করণ কর্মসুচীর আওতায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। আশা মহাস্থান গড় ব্রাঞ্চ-১ এর ম্যানেজার মতিউর রহমানের সভাপতিত্বে উক্ত প্রশিক্ষণ কর্মশালায় শিক্ষা সেবিকাদের উদ্যেশে বক্তব্য রাখেন আশা বগুড়ার আর এম শামীম হোসেন। তিনি বলেন, প্রাক প্রাথমিক শিক্ষাকে শক্তি শালী করতে হলে শিক্ষা সেবিকাদের প্রশিক্ষণের মাধ্যমে ছাত্র/ ছাত্রীদের শিক্ষার মান উন্নয়ন করা সম্ভব। তাহলে কচিকাচা শিশুরা ভালভাবে শিক্ষা লাভ করতে পারবে। এজন্য আশা এধরনের প্রকল্প হাতে নিয়েছে। দু’ দিন ব্যাপী ১৫ জন শিক্ষা সেবিকাদের প্রশিক্ষণ প্রদান করেন আজিজুল হক। এসময় উপস্থিত ছিলেন, শিক্ষা সুপার ভাইজার জাকারিয়া হোসেন এবং আশা এর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রশিক্ষনার্থী বৃন্দ।