ধুনটে দেয়াল ভেঙ্গে পড়ে দুই শ্রমিক আহত
বগুড়া সংবাদ ডট কম (ধুনট প্রতিনিধি ইমরান হোসেন ইমন) : বগুড়ার ধুনটে পুরাতন বাড়ির দেয়াল ভেঙ্গে পড়ে দুই নির্মান শ্রমিক আহত হয়েছে। শনিবার দুপুরে পৌর এলাকার অফিসারপড়া এলাকার ঢেউটিন ব্যবসায়ী আবুল কালামের বাড়িতে এ ঘটনা ঘটে। আহতরা হলো- ধুনট পৌর এলাকার পশ্চিম ভরনশাহী গ্রামের পিয়ার আলীর ছেলে দোলা মিয়া (৩০) ও আমির মন্ডলের ছেলে জহুরুল ইসলাম (১৮)।
স্থানীয়সূত্রে জানা গেছে, ধুনট বাজারের ঢেউটিন ব্যবসায়ী আবুল কালামের অফিসারপাড়া এলাকার পুরাতন বাড়ি দেয়াল ভাঙ্গার কাজ করছিল দোলা মিয়া ও জহুরুল ইসলাম। এসময় অসাবধানতা বসত দেয়াল ভেঙ্গে তাদের শরীরের উপর পড়ে। পরে স্থানীয় লোকজন তাদেরকে গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপালে ভর্তি করেছে।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন বলেন, নির্মান শ্রমিকের কাজ করতে গিয়ে দুই জন আহত হয়েছে। পরে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার হাসপাতালে পাঠানো হয়েছে।