ধুনটবগুড়া জেলার সংবাদ
ধুনটে বন্যা কেড়ে নিল শিশুর প্রাণ
বগুড়া সংবাদ ডট কম (ধুনট প্রতিনিধি ইমরান হোসেন ইমন) : বগুড়ার ধুনটে বন্যার পানিতে ডুবে দুলালী খাতুন (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার নিমগাছী ইউনিয়নের বেড়েরবাড়ী গ্রামে এঘটনা ঘটে। নিহত শিশু ওই গ্রামের চা বিক্রেতা দুলু মিয়ার মেয়ে।
নিমগাছি ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য নবাব আলী জানান, গত কয়েক দিনে বাঙ্গালী নদীর পানি বৃদ্ধি পেয়ে বেড়েরবাড়ী গ্রামের শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। শুক্রবার বিকেলে পানিবন্দি দুলু মিয়ার মেয়ে দুলালী খাতুন বাড়ীর আঙ্গিনায় খেলাধুলা করছিল। এসময় সে অসাবধানতাবসত বাড়ির সামনে বন্যার পানিতে পড়ে নিখোঁজ হয়। পরে খোঁজাখুজির একপর্যায়ে তার লাশ পানিতে ভেসে ওঠে।