কাহালুতে ছেলে ধরা সন্দেহে উদ্ধারকৃত মানসিক অসুস্থ্য ব্যক্তিকে পরিবারে কাছে ফিরে দিলেন থানা পুলিশ
বগুড়া সংবাদ ডট কম (কাহালু প্রতিনিধি এম এ মতিন) : বগুড়ার কাহালুতে ছেলে ধরা সন্দেহে উদ্ধারকৃত মানসিক অসুস্থ্য ব্যক্তি মোন্নাফ মিয়া (৪০)কে শরিবার দুপুরে তার পরিবারে কাছে ফিরে দিলেন কাহালু থানা পুলিশ। মানসিক অসুস্থ্য মোন্নাফ মিয়া রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার মহেনপুর ইউনিয়নের গেনারপাড়া গ্রামের তোফাজ্জল হোসেন এর পুত্র। থানা সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলে কাহালু উপজেলার শেখাহার বাজারে মোন্নাফকে ঘোরাঘুরি সময় স্থানীয় লোকজনের ছেলে ধরা সন্দেহে কাহালু থানা পুলিশে খরর দেয়। খবর পেয়ে কাহালু থানা পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে প্রাথমিক ভাবে তার পরিচয় সর্ম্পকে জিজ্ঞাসাবাদ করলে সে বিভিন্ন অসংলগ্ন কথাবার্তা বলে। মানসিক অসুস্থ্যতার কারনে তাকে চিকিৎসার জন্য কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে ভর্তি করা হয়। কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) জিয়া লতিফুল ইসলাম জানান, হাসপাতালের চিকিৎসার শেষে মোন্নাফ মিয়াকে নির্ভিরভাবে জিজ্ঞাসাবাদ করলে সে তার বাড়ী রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার কথা বলে। পরবর্তীতে মিঠাপুকুর থানায় স্থানীয় ভাবে খোঁজখবর নিলে তার নাম পরিচয় পাওয়া যায়। তার পরিবারকে খবর দেওয়া হলে তার পিতা তোফাজ্জল হোসেন ও তার এক নিকট আতœীয় কাহালু থানায় আসলে তথ্য প্রমানের ভিত্তিতে মোন্নাফ মিয়াকে তাদের কাছে দেওয়া হয়। মোন্নাফ মিয়ার পিতা তোফাজ্জল হোসেন জানান, ১ বছর পূর্বে মানসিক অসুস্থ্য হয়ে সে বাড়ী থেকে হারিয়ে যায়।