বগুড়া জেলা প্রাথমিক শিক্ষা সরকারি কর্মচারী সমিতির নব-নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত
বগুড়া সংবাদ ডট কম (কাহালু প্রতিনিধি এম এ মতিন) : শনিবার বগুড়া পিটিআই এর হলরুমে বাংলাদেশ প্রাথমিক শিক্ষা সরকারি কর্মচারী সমিতি বগুড়া জেলার নব-নির্বাচিত কমিটির অভিষেক ও বিদায়ী সংবর্ধনা/১৯ইং অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নব-নির্বাচিত বাংলাদেশ প্রাথমিক শিক্ষা সরকারি কর্মচারী সমিতি বগুড়া জেলা কমিটির সভাপতি টি এম আব্দুল আলীম। অনুষ্ঠানের উদ্বোধন করেন বগুড়া জেলা শিক্ষা অফিসার তাহমিনা খাতুন। অভিষেক ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিসের সহকারি পরিচালক মোঃ মুজাহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষা সরকারি কর্মচারী সমিতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হালিম, সাংগঠনিক সম্পাদক ঈমান হোসেন। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারি বগুড়া জেলা শিক্ষা অফিসার রনোতোষ কুমার সেন, বগুড়া পিটিআই এর সহকারি সুপারিনটেনডেন্ট আফরোজা সুলতানা, নাদিম আলী, উপজেলা শিক্ষা অফিসার সমিতি বগুড়া জেলা কমিটির সভাপতি এ কে এম কামরুল হাসান, ইন্সট্রাক্টর কল্যাণ সমিতি বগুড়া জেলা কমিটির সভাপতি এ কে এম আজিজুল বারী, সহকারি উপজেলা শিক্ষা অফিসার সমিতি বগুড়া জেলা কমিটির সভাপতি শাহ্ ইলিয়াস উদ্দীন, সাধারণ সম্পাদক শামীম ইকবাল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষা সরকারি কর্মচারী সমিতি বগুড়া জেলার নব-নির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, সাংগঠনিক সম্পাদক এ টি এম আহসান হাবীব তালুকদার (রনজু) প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষা সরকারি কর্মচারী সমিতি বগুড়া জেলার নব-নির্বাচিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস ছালাম।