আদমদিঘিবগুড়া জেলার সংবাদ
আদমদীঘি রহিম উদ্দিন কলেজে আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত
বগুড়া সংবাদ ডট কম (আদমদীঘি প্রতিনিধি সাগর খান) : বগুড়ার আদমদীঘি উপজেলার সদরের রহিম উদ্দিন কলেজে ইভটিজিং, মাদক, ছেলে ধরা গুজব ও আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে কলেজ চত্ত্বরে অধ্যক্ষ আব্দুর রহমানের সভাপতিত্বে আইন শৃঙ্খলা বিষয় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু, থানার ওসি তদন্ত আব্দুর রাজ্জাক, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু রেজা খান, সদর ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, কলেজের উপাধ্যক্ষ আনোয়ারুল হক পল্টু, প্রভাষক নাছিমুল হুদা খন্দকার, ম্যানেজিং কমিটির সদস্য লক্ষণ সরকার, ছাত্রলীগ নেতা আরেফিন খান তনু, মাহফজু প্রমূখ।