কাহালুর নারহট্র হাইস্কুলের সভাপতি আলহাজ্ব জাহিদুর রহমান (জাহিদ)কে ফুলেল শুভেচ্ছা
বগুড়া সংবাদ ডট কম (কাহালু প্রতিনিধি এম এ মতিন) : হজ্ব পালন শেষে শনিবার বগুড়ার কাহালুর নারহট্র বহুমূখী উচ্চ বিদ্যালয়ে মেসার্স জেরিন জিম পোল্ট্রি ফিস ফিড এন্ড মেডিসিন কর্ণার ও হ্যাচারীর স্বত্ত্বাধিকারী, বহুমূখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি বগুড়া জেলা শাখার উপদেষ্টা বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব জাহিদুর রহমান (জাহিদ) এর আগমন উপলক্ষ্যে তাকে ফুলেল তোড়া দিয়ে শুভেচ্ছা জানান অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন নারহট্র বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নুল আবেদীন খান(ফিরোজ), সহকারি প্রধান শিক্ষক মুঞ্জুয়ারা বেগম, নারহট্র ইউ পি সদস্য আবু সাইয়িদ (বেনু), সহকারি শিক্ষক আবু রেজা (রিপন), অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য সবির উদ্দিন সহ অত্র বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকাবৃন্দ ও ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।