নন্দীগ্রামে আ’লীগের নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় সভা
বগুড়া সংবাদ ডটকম ( নন্দীগ্রাম প্রতিনিধি মো: এফএফ সরকার) :বগুড়ার নন্দীগ্রাম আওয়ামীলীগসহ সহযোগী সংগঠনের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে পৌর আওয়ামীলীগের সভাপতি ও প্যানেল মেয়র আনিছুর রহমানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মুকুল হোসেনের সঞ্চলনায় মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগ ও জেলা পরিষদের সদস্য আনোয়ার হোসেন রানা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আ’লীগ নেতা আলহাজ্ব দেলোয়ার হোসেন, মোখলেছার রহমান মিন্টু, কালিপদ সরকার, মোতাহার আলী, সিদ্দিকুর রহমান, আব্দুল মান্নান লিটন, লুৎফর রহমান, মুক্তার হোসেন বকুল, আব্দুল মজিদ, মোজাম্মেল হক, জাহিদুর রহমান, আব্দুল্লাহেল বাকী, মোফাজ্জল হোসেন, উপজেলা কৃষকলীগের সভাপতি শফিকুল ইসলাম, উপজেলা শ্রমিক লীগের সাধারন সম্পাদক সরফুল হক উজ্জল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু সাইদ, সাধারন সম্পাদক কামরুল হাসান সবুজ, পৌর শ্রমিক লীগের সভাপতি এনামুল হক, সাধারন সম্পাদক সানোয়ার হোসেন মিলন, তাঁতী লীগের সভাপতি আবু নোমান, সাধারন সম্পাদক তারেক মাহমুদ ডিউ, সাবেক স্বেচ্ছাসেবক লীগের নেতা রাকিবুল হাসান রাজ্জাক, উপজেলা ছাত্রলীগ নেতা আবু তৌহিদ রাজিব, রাব্বি, রিপন, মেসকাত, বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সভাপতি রোমান আহম্ধেসঢ়;দ সোহাগ, সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম পায়েল প্রমুখ। মত বিনিময় সভায় প্রধান অতিথি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশব্যাপি উন্নয়নের জোয়ার বইছে। দলীয় সকল নেতাকর্মীদের একসঙ্গে কাজ করতে হবে। তাই আগামী ২৮ আগষ্ট (বুধবার) আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের উদ্যোগে শোক র্যালীতে সবাইকে অংশ গ্রহনের জন্য আহবান জানানো হয়।