খেয়ারপাড়া ৫-৩ চাঁদবাড়িয়া বগুড়ার শাজাহানপুরে প্রীতি ফুটবল প্রতিযোগীতা অনুষ্ঠিত
বগুড়া সংবাদ ডট কম (শাজাহানপুর প্রতিনিধি জিয়াউর রহমান) : বগুড়ার শাজাহানপুরে বামুনীয়া যুব সমাজের আয়োজনে প্রীতি ফুটবল প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার বামুনীয়া পাচুনিয়া পুকুর খেলার মাঠে এই প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। খেলায় বামুনীয়া চাঁদবাড়িয়া ফুটবল একাদশকে ৫-৩ গোলে পরাজিত করে শিরোপা ঘরে তুলে বামুনীয়া খেয়ারপাড়া ফুটবল একাদশ। খেলা পরিচালনা করেন মোঃ মতিউর রহমান। খেলা শেষে বিজয়ী দলের হাতে প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু। আড়িয়া ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মাসুদ রানার সভাপতিত্বে পুরস্কার বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক মামুনুর রশিদ, যুবলীগের যুগ্ম সম্পাদক বাদশা আলমগীর, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান লিটন, ইউনিয়ন যুবলীগের সভাপতি মতিউর রহমান বকুল প্রমুখ।