দুপচাঁচিয়ায় ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপিত
বগুড়া সংবাদ ডট কম (দুপচাঁচিয়া প্রতিনিধি আবু রায়হান) : বাংলাদেশ পূজা উদযাপিত পরিষদ দুপচাঁচিয়া উপজেলা শাখার আয়োজনে পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণের শুভ আবির্ভাব তিথি শ্রীশ্রী কৃষ্ণের জন্মাষ্টমী দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে মহাশ্মশান কালীবাড়ি (উপজেলা কেন্দ্রীয় মন্দির) প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পূজা উদ্ধসঢ়;যাপন পরিষদের সভাপতি অসীম কুমার দাস এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রমেন্দ্রনাথ পোদ্দার এর পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) এলাকার সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডঃ নূরুল ইসলাম তালুকদার। উদ্বোধনী বক্তব্য রাখেন দুপচাঁচিয়া পৌরসভার মেয়র বেলাল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক প্রামানিক, মহিলা ভাইস চেয়ারম্যান মাহবুবা নাসরিন রূপা, উপজেলা কেন্দ্রীয় মন্দির কমিটির সভাপতি দ্বিজেন্দ্রনাথ বসাক মন্টু প্রমুখ। পরে পূজা উদযাপিত পরিষদের পক্ষ হতে মাননীয় সংসদ সদস্য, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানকে সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন থানার ওসির প্রতিনিধি এসআই জাকির হোসেন, দুপচাঁচিয়া মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি মুক্তিযোদ্ধা সুজ্জাত আলী, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার, মহসীন আলী, এনামুল হক রানা, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস.এম সাহিদ, সাবেক পৌর কাউন্সিলর ও শ্রমিক নেতা মহিদুল ইসলাম, এনজিও সোভা এর নির্বাহী পরিচালক আনোয়ারুল আজাদ লিটন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহসভাপতি বিপ্লব কুমার মহন্ত বিপুল, যুগ্ম সম্পাদক দুলাল বসাক, সাংগঠনিক সম্পাদক সাধন কর্মকার, দপ্তর সম্পাদক সোহাগ সাহা সহ বিপুল সংখ্যক ধর্ম প্রাণ হিন্দু নর-নারী। শেষে কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণ হতে এক বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।