জেলা বিএনপির উদ্যোগে সান্তাহারে স্থানীয় বিএনপি ও যুবদলের নেতাদের মত বিনিময় সভা অনুষ্ঠিত
বগুড়া সংবাদ ডট কম (আদমদীঘি প্রতিনিধি সাগর খান) : বগুড়ার সান্তাহার পৌর যুবদল কার্যালয়ে গত বৃহস্পতিবার সন্ধ্যায় বগুড়া জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ফজলুল বারী তালুকদার বেলালের উদ্যোগে সান্তাহার পৌর বিএনপি ও যুবদলের স্থানীয় নেতাদের নিয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সান্তাহার পৌর বিএনপির সাবেক সভাপতি ফিরোজ মো: কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ফজলুল বারী তালুকদার বেলাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য আনোয়ার হোসেন সান্টু, অনন্যাদের মধ্যে বক্তব্য রাখেন সান্তাহার পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, সাবেক সাংগঠনিক সম্পাদক ও বগুড়া জেলা বিএনপির সহ-প্রশিক্ষন বিষয়ক সম্পাদক এ এফ এম সিদ্দীকি গুড্ডু এহসান, সাবেক যুবদল নেতা ফরহাদ হোসেন, বিএনপির নেতা বাচ্চু মন্ডল, চুট্টু, আলতাফ, নুর ইসলাম বাচ্চু, গোলাম মোস্তফা, শেখ রফিকুল, আফজাল মেম্বার, ফুটু, সোহেল, দুলাল হোসেন, পাইলট, নয়ন, আতোয়ার, জুয়েল সরকার, যুবদল নেতা সৌরভ কর্মকার, রিপন হোসেনসহ বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।