বগুড়া সংবাদ ডট কম (এম এ মতিন, কাহালু প্রতিনিধিঃ রোববার রাতে বগুড়ার কাহালু থানার এস আই ডেভিড হিমাদ্রী বর্মা সঙ্গীয় র্ফোস সহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাহালুর কালাই এর কুখ্যাত মাদক ব্যবসায়ী আব্দুল করিম ওরফে জসিম (৩৫)কে ৫২ পিচ ইয়াবা সহ নিজ বাড়ী থেকে গ্রেফতার করেন।
জসিম উপজেলার কালাই পূর্ব কর্নিপাড়ার মোজ্জামেল হোসেন ওরফে মোজাম ফকিরের পুত্র। কাহালু থানার এস আই ডেভিড হিমাদ্রী বর্মা জানান, রাতেই জসিমের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে ৫টি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
Facebook Comments (ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুন)