কাহালুতে ৯টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনামাছ অবমুক্ত করনের উদ্বোধন
বগুড়া সংবাদ ডট কম (কাহালু প্রতিনিধি এম এ মতিন) : বুধবার সিনিয়র কাহালু উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে উপজেলা পরিষদের পুকুরে পোনামাছ অবমুক্ত করনের উদ্বোধন করা হয়। পোনামাছ অবমুক্ত করনের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ (সুরুজ) ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাছুদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মৎস্য ভবন অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন-২) এস এম আবুল বাসার, কাহালু উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুর রশিদ (লালু), রওশন আকতার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আখেরুর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার ইরিনা মৌসুমী, দুপচাঁচিয়া উপজেলা মৎস্য অফিসার আসাদুজ্জামান, কাহালু উপজেলা সম্প্রসারণ অফিসার রাইহাতুন নাহার, সহকারি উপজেলা মৎস্য অফিসার শফিকুল ইসলাম, কাহালু মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ মতিন, সিনিয়র কাহালু উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারি আব্দুর রশিদ, বিতারুল ইসলাম সহ গন্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য যে, কাহালুর ৯টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে ৩৫০.৮৭ কেজি পোনামাছ অবমুক্ত করন করা হয়।