বগুড়া সংবাদ ডট কম : রবিবার শাহ নাওয়াজ কিডস গার্ডেন এন্ড কমিউনিটি সেন্টারে শাহ সোসাইটি অব বগুড়ার উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার মাহফিলে সংস্থার সভাপতি আরিফ হোসেন সোহেলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন লায়ন্স ক্লাব অব টিএমএসএস এর সহ-সভাপতি এ্যাড. সোহানা রহমান। তিনি বলেন মাহে রমজান আত্মশুদ্ধি ও সিয়াম সাধনার মাস। এ মাস হতে শিক্ষা নিয়ে ধনী গরিব ভেদাভেদ ভুলে গিয়ে দেশ ও জাতির জন্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। আলোকিত মানুষ হিসেবে গড়তে হলে সিয়ামের শিক্ষা অত্যাবশ্যক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া ওয়াইএমসিএ এর প্রেস সচিব আজাহার আলী, আটাপাড়া যুব উন্নয়ন সংস্থার চেয়ারম্যান কুমকুম নাহার কণিকা। সংস্থার সাধারণ সম্পাদক ও নির্বাহী প্রধান শাহ নাওয়াজ রহমান এর সার্বিক তত্বাবধানে ইফতার পূর্ব দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওঃ ফজলে রাব্বী।