আদমদীঘিতে প্রতিবন্ধি স্কুলের শিক্ষকের সাথে উপজেলা চেয়ারম্যানের মত বিনিময়
বগুড়া সংবাদ ডট কম (আদমদীঘি প্রতিনিধি সাগর খান) : বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের অটিষ্টিক ও বুদ্ধি প্রতিবন্ধি বিদ্যালয়ের শিক্ষকদের সাথে উপজেলা চেয়ারম্যানের মত বিনিময় অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে মত বিনিময় সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমা বেগম চাঁপা খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও অত্র বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু রেজা খান, সান্তাহার প্রেস ক্লাবের সভাপতি গোলাম আম্বিয়া লুলু, প্রথম আলোর সাংবাদিক খায়রুল ইসলাম, বিআরডিবি চেয়ারম্যান মিজানুর রহমান বাবু, ইত্তেফাক প্রতিনিধি আনোয়ার হোসাইন, বিদ্যালয়ের শিক্ষক মিহির কুমার সরকার, আসাদুজ্জামান, রুহুল আমিন, শারমিন সুলতানা, গুলশান পারভীনসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ।