বগুড়া সদর উপজেলা পরিষদের কন্ট্রোল রুমে সোলার ব্যাটারি বিস্ফোরণে অগ্নিকান্ড
বগুড়া সংবাদ ডট কম (মহাস্থান প্রতিনিধি এস আই সুমন) : বগুড়া সদর উপজেলা পরিষদের কন্ট্রোল রুমে সোলার ব্যাটারি বিস্ফোরণে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সদর ফায়ার সার্ভিস এর ১টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।
ফায়ার সার্ভিস কর্মী শফিউল ইসলাম জানান, সোমবার বিকাল ৬টার দিকে মাটিডালী বিমান মোড় স্থানের পাশে বগুড়া সদর উপজেলা পরিষদের কন্ট্রোল রুমে সোলার সার্ভিস এর ব্যাটারি আকষ্মিক বিস্ফোরণে এ আগুনের সূত্রপাত ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। তারা প্রায় আধা ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজিজুর রহমান জানান, উপজেলার কন্ট্রোল রুমে সোলার বিস্ফোরণে হঠাৎ আগুন লেগে যায়। পরে ফায়ার সার্ভিস কে খবর দিলে তারা দ্রুত এসে আগুন নেভায়। এ ঘটনায় বড় ধরনের কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে ব্যাটারি বিস্ফোরণ সহ সামান্য কিছু ক্ষয়ক্ষতি হয়েছে।