সোনাতলায় যমুনা নদীতে নিখোঁজ শিশু দুইদিনেও উদ্ধার হয়নি
বগুড়া সংবাদ ডট কম (সোনাতলা সংবাদদাতা মোশাররফ হোসেন) : বগুড়ার সোনাতলায় চার বছর বয়সের এক শিশু যমুনা নদীতে পড়ে নিখোঁজ হওয়ার দুইদিনেও উদ্ধার করা যায়নি। রোববার বেলা ১টার দিকে উপজেলার পাকুল্যা ইউনিয়নের রাধাকান্তপুর (আমতলী) গ্রামের এনামুল হকের স্ত্রী শিশু ছেলে সনেটকে সাথে নিয়ে বাড়ির সামনে যমুনা নদীতে গরুকে গোসল করতে নিয়ে যায়। শিশুটিকে নদীর তীরে রেখে গরুকে গোসল করাচ্ছিল। এমন সময় মায়ের অজান্তে শিশুটি নদীর পানিতে পড়ে নিখোঁজ হয়ে যায়। স্থানীয় লোকজন অনেক খোঁজাখুঁজি করে ব্যর্থ হয়। পরে সোনাতলা ফায়ার সার্ভিস স্টেশনে সংবাদ দিলে স্টেশন কর্তৃপক্ষ রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিটে সংবাদ দেয়। উভয় অফিসের কর্মিরা ঘটনাস্থলে পৌঁছে ওইদিন রাত প্রায় সাড়ে ৮টা থেকে তিন ঘন্টা ব্যাপি শিশুটিকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়। পরদিনও অনেক খোঁজাখুঁজি করার পরও উদ্ধার করা সম্ভব হয়নি বলে সোনাতলা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার রুবেল রানা জানান। এদিকে ফুটফুটে শিশুটির মরদেহ উদ্ধার না হওয়ায় সজনদের আহাজারিতে আকাশ-বাতাস ভারি ওয়ে উঠেছে।