বগুড়া জেলা যুবলীগ সভাপতির অফিসে হামলার প্রতিবাদে ধুনটে যুবলীগের বিক্ষোভ মিছিল
বগুড়া সংবাদ ডট কম (ধুনট প্রতিনিধি ইমরান হোসেন ইমন) : বগুড়া জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটনের অফিসে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ধুনট উপজেলা যুবলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে ধুনট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ধুনট উপজেলা যুবলীগের সভাপতি ভিপি শেখ মতিউর রহমানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধুনট উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক ও ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ধুনট উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রেজাউল করিম রেজা, আহসান হাবিব, যুগ্ন সম্পাদক ও ভাইস চেয়ারম্যান মহসীন আলম, পপি রানী সাহা, বগুড়া জেলা যুবলীগের সহ-সভাপতি মোবাশ্বের হোসেন স্বরাজ, সাংগঠনিক সম্পাদক কাউসার হামিদ রুবেল, ধুনট উপজেলা যুবলীগের সহ-সভাপতি ওহিদুল ইসলাম, নাজমুল হক, নজরুল ইসলাম, যুগ্ন সম্পাদক সাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সুজাউদ্দৌলা রিপন, ফেরদৌস আলম, স্বাস্থ্য সম্পাদক ইউনুস আলী, সহদপ্তর সম্পাদক বিল্পপ হোসেন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান, সদস্য ইমরুল কায়েস ঝিনুক খান, কামাল হোসেন রিপন, পৌর যুবলীগের সাধারন সম্পাদক চপল মাহমুদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক হেদায়েতুল ইসলাম গামা, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার, সাবেক সভাপতি ইকবাল হোসেন রিপন, মথুরাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আমিনুল ইসলাম সহ ১০টি ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা বগুড়া জেলা যুবলীগ সভাপতির কার্যালয়ে হামলার প্রতিবাদ জানিয়ে ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করার দাবী জানিয়েছেন।