কাহালু স্মরণ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিষ্টিক স্কুলের উদ্যোগে এম পি আলহাজ্ব মোশারফ হোসেনকে সংবর্ধনা প্রদান
বগুড়া সংবাদ ডট কম (কাহালু প্রতিনিধি এম এ মতিন) : সোমবার বগুড়ার কাহালু মাস্টারপাড়ায় স্মরণ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিষ্টিক বিদ্যালয়ের আয়োজনে সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেনকে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আব্দুল আলীম। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জিয়া শিশু কিশোর পরিষদের সহ-সভাপতি, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় এর সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বগুড়া-৪, কাহালু-নন্দীগ্রাম এলাকার সংসদ সদস্য বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা সমাজসেবা অফিসার জাহিদ হাসান, কাহালু থানার সেকেন্ড অফিসার ডেভিড হিমাদ্রী বর্মা, এস আই আশিকুর রহমান আশিক, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক কাজী আব্দুর রশিদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্মরণ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিষ্টিক বিদ্যালয়ের উপদেষ্টা প্রভাষক কুতুব শাহাব উদ্দিন বাবু, কাহালু পৌর যুবদলের আহবায়ক ফারাবা আল ফারাবী, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মোমিন, যুগ্ম আহবায়ক আজাদ তালুকদার, পৌর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মাদ আলী সুমন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু মোত্তালেব হোসেন, সহকারি প্রধান শিক্ষক আজিজুল হাকীম, ছাত্রদলনেতা সুলতান, সোহাগ সহ অত্র বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকা, অভিভাবক ও ছাত্র/ছাত্রীবৃন্দ।