সোনাতলায় আকন্দ কল্যাণ ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ

বগুড়া সংবাদ ডট কম (সোনাতলা সংবাদদাতা মোশাররফ হোসেন) : বগুড়ার সোনাতলায় আকন্দ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। শনিবার বিকেলে উপজেলার দাউদিয়ারপাড়া আকন্দ বাড়িতে ফাউন্ডেশনের অস্থায়ী কার্যালয়ে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের দ্বিতীয়বারের মতো প্রতি পরিবারকে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ৫শ’ মিলি লিটার ভোজ্য তেল, ২ কেজি আলু ও ১ প্যাকেট করে বিস্কুট দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সভাপতি নাজিম উদ্দিন আকন্দ,সাধারণ সম্পাদক আব্দুল লতিফ আকন্দ,সংগঠক শাহজাহান আলী, মোছাঃ রশিদা খাতুন,সকল সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বন্যা পরবর্তীতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ত্রাণ পেয়ে অনেকটাই খুশি হয়েছেন। আকন্দ কল্যাণ ফাউন্ডেশন ত্রাণ বিতরণ কর্মকান্ড ছাড়াও ইতিপূর্বে এলাকার দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান ও বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানসহ নানা ধরনের সামাজিক কর্মকান্ড করে এলাকায় খ্যাতি অর্জন করেছে।