সর্বশেষ সংবাদ ::

আ.লীগ সরকারের এটা একটি মানবিক গুণ ২৪ বছর পর কারামুক্ত গৃহহীন কাহালুর মাসুদকে বাসস্থান এর ব্যবস্থা করে দিলেন উপজেলা প্রশাসন

বগুড়া সংবাদ :  স্ত্রী হত্যার দায়ে বগুড়ার কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের গুড়বিশা গ্রামের মৃত সোলোমান মন্ডল এর পুত্র মাসুদ মন্ডলের ৩০ বছর সশ্রম কারাদন্ড হয়। তার মামলার তদবীর করার মতো কোন টাকা ও লোক না থাকায় নিরুপায় হয়ে সে ২৪ বছর কারাভোগ করেন। সে বগুড়া জেলা কারাগারে থাকা অবস্থায় বিজ্ঞ জেলা মাজিষ্ট্রেট ও জেলা প্রশাসক জেলা কারাগার পরিদর্শনে গেলে মাসুদ মন্ডল তার দুর্দশা ও দুরাবস্থার কথা খুলে বলেন। মাসুদ মন্ডল ২৪ বছর কারাভোগের পর গত ১০ অক্টোবর/২৩ইং তারিখে কারামুক্ত হন। বগুড়া জেলা প্রশাসক তার প্রতি সদয় হয়ে কর্মসংস্থানের জন্য তাকে একটি অটোরিস্কা কিনে দেন। তার কোন বাসস্থান নেই। সে ভূমিহীন ও গৃহহীন হওয়ায় বাসস্থানের জন্য বগুড়া জেলা প্রশাসক এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে আবেদন করেন। বগুড়া জেলা প্রশাসক আবেদন পাওয়ার পর কাহালু উপজেলা নির্বাহি অফিসারকে আবেদনকারীর বাসস্থানের ব্যবস্থা করার জন্য নির্দেশ দেন। বগুড়া জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম এর নির্দেশ
পাওয়ার পর কাহালু উপজেলা নির্বাহি অফিসার মোছা. মেরিনা আফরোজ কাহালুর মালঞ্চা ইউনিয়নের শহরগাড়ী পাল্লাপাড়ায় কারামুক্ত গৃহহীন মাসুদ মন্ডলকে ঘর নির্মাণ করে দেন। গত বুধবার মালঞ্চা ইউনিয়নের শহরগাড়ী পাল্লাপাড়ায় উপজেলা
প্রশাসনের উদ্যোগে নব-নির্মিত ঘরের চাবি কারামুক্ত গৃহহীন মাসুদ মন্ডলের হাতে তুলে দেন বগুড়া জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ, উপজেলা নির্বাহি অফিসার মোছা. মেরিনা আফরোজ, বগুড়া সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আবু সাঈদ মো. কাওছার রহমান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো.আবু মুছা, উপজেলা সমাজসেবা অফিসার আবিদুর রহমান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধিবৃন্দ। ঘরের চাবি প্রদান শেষে কাহালু উপজেলা পরিষদ চত্বরে উপজেলা সমাজসেবা অফিসের উদ্যোগে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ৩টি হুইল চেয়ার বিতরণ এবং আরএসএস, আরএমসি, দগ্ধ ও প্রতিবন্ধী ঋণ কার্যক্রম
আওতায় ১”শ ৭ জনের মাঝে ২৮ লক্ষ ৭ হাজার টাকা পুনঃবিনিয়োগ ঋণ বিতরণের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বগুড়া জেলা

Check Also

বগুড়ায় প্রাণীসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী -২০২৪ অনুষ্ঠিত

বগুড়া সংবাদ :মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে প্রাণিসম্পদ অধিদফতর কর্তৃক ১৮ থেকে ২২ এপ্রিল দেশব্যাপী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *