সোনাতলা যমুনা নদীর পানিতে ডুবে শিশু নিখোঁজ, ডুবুরিরা তিন ঘন্টা উদ্ধার চেষ্টা চালিয়ে ব্যর্থ
বগুড়া সংবাদ ডট কম (সোনাতলা সংবাদদাতা মোশাররফ হোসেন) : বগুড়ার সোনাতলায় চার বছর বয়সের সনেট নামে এক শিশু যমুনা নদীর পানিতে ডুবে নিখোঁজ হয়েছে। রোববার (১৮ আগস্ট) বেলা ১টার দিকে এ ঘটনা ঘটেছে। স্থানীয়রা ও সোনাতলা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার রুবেল রানা জানান, উপজেলার পাকুল্যা ইউনিয়নের রাধাকান্তপুর (আমতলি) গ্রামের এনামুল হকের স্ত্রী বাড়ির সামনে যমুনা নদীর পানিতে গরুকে গোসল করতে নিয়ে যায়। সাথে ছিল শিশু পুত্র সনেট। মা তার শিশুটিকে নদীর তীরে রেখে গরুকে গোসল করাচ্ছিল। এমন সময় মায়ের অজান্তে শিশুটি নদীর পানিতে পড়ে নিখোঁজ হয়ে যায়। জেলেরাসহ স্থানীয় লোকজন অনেক খোঁজাখুঁজির পর সোনাতলা ফায়ার সার্ভিস অফিসে সংবাদ দেয়। ফায়ার সার্ভিসের কর্মিরা ঘটনাস্থলে পৌঁছে শিশুর লাশ উদ্ধার চেষ্টা চালায়। অবশেষে তারা রংপুরের ডুবুরিদলকে সংবাদ দিলে চার সদস্যের একটি ডুবুরিদল রাত সাড়ে ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছার পর নিখোঁজ শিশুটিকে উদ্ধার চেষ্টা চালায়। তিন ঘন্টা ধরে উদ্ধার কাজ চালিয়ে অবশেষে ব্যর্থ হয়েছে ডুবুরিদল। একাজে সহযোগিতা করেছে ফায়ার সার্ভিস কর্মিরা।