বগুড়া থিয়েটারে আচার্য ড. সেলিম আল দীনের ৭০তম জন্মজয়ন্তী উদযাপন
বগুড়া সংবাদ ডট কম (আমজাদ শোভন, বগুড়া) : রবিবার বাংলা নাটকের গৌড়জন সেলিম আল দীন-এর ৭০তম জন্মদিন। বাঙালির ভালোবাসায় পরিপ্লুত পুষ্পিত মহান এই শিল্পী আজ আমাদের মধ্যে নেই। কিন্তু রেখে গেছেন তাঁর অবিনশ্বর মহাকাব্যিক সব সৃষ্টি সম্ভার। তাঁর নাটকই বাংলা থিয়েটারের বহুযুগের প্রতীক্ষার অবসান ঘটায়। বাংলার মাটিতে, বাংলার জলহাওয়ায় বাংলার প্রাণের ভাষাতেই জন্ম নেয়া তার নাটকগুলো বাংলা নাটকের সব উপাদানকে ছুয়ে যায় আধুনিকের মন নিয়ে। এ কারণেই বাঙালির কাছে সেলিম আল দীন এক অবিস্মৃত নাম। ১৯৪৯ সালের ১৮ আগস্ট সীমান্তবর্তী ফেনী জেলার অর্ন্তগত সমুদ্রবর্তী সোনাগাজী উপজেলার সেনের খিলে জন্মগ্রহণ করেন রবীন্দ্রোত্তরকালের বাংলা নাটকের প্রধান পুরুষ সেলিম আল দীন (১৮ আগস্ট ১৯৪৯-১৪ জানুয়ারি ২০০৮)। তার সৃষ্টিশীলতার কিরণচ্ছটা ভারতবর্ষ ছাড়িয়ে ইউরোপ পর্যন্ত বিস্তৃত হয়েছে।
দিনটি উদযাপন উপলক্ষে রবীন্দ্রোত্তর বাংলা নাটকের প্রবাদপ্রতিম নাট্যকার ডঃ সেলিম আল দীনের ৭০ তম জয়ন্তী সন্ধ্যা ৭ টায় সেলিম আল দীন পাঠশালার আয়োজনে ও বগুড়া থিয়েটার, কলেজ থিয়েটার, লিটল থিয়েটার ও ভোর হলো’র সহযোগিতায় বগুড়া থিয়েটার কার্যালয়ে ঘরোয়া আয়োজনে অনুষ্ঠিত হবে প্রাণের নাট্যকারের জন্মতিথি। আলোচনা সভার সভাপতিত্ব করেন বগুড়া থিয়েটারের সহ সভাপতি পলাশ খন্দকার। এসময় আলোচনায় অংশগ্রহন করেন বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, বগুড়া থিয়েটারের অর্থ সম্পাদক জাকিউল ইসলাম সবুজ, নাট্যকর্মি বিধান কৃষ্ণ, আব্দুল হামিদ, সবুজ চন্দ্র বর্মন, রহিম, মাসুম প্রমুখ।
আয়োজনে সেলিম আল দীনের প্রতিকৃতিতে পুষ্পমাল্য ও মোমবাতি প্রজ্জ্বালনের পর বগুড়া থিয়েটারের নাট্যকর্মি কনক কুমার পাল অলক পাঠ করেন নাট্যাচার্য কে নিয়ে লিখা ডঃ আফসার আহমেদের নিবন্ধ। “কিত্তনখোলা” নাটক থেকে পাঠ করেন নাট্যকর্মি আমজাদ হোসেন শোভন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কলেজ থিয়েটারের সাধারণ সম্পাদক ওসমান গণি।
এছাড়াও তাঁর নাটকের উপর আলোচনা ও গান পরিবেশন করা হয়।