বগুড়ায় ৩৫০০পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার
বগুড়া সংবাদ ডট কম : বগুড়া ওসি ডিবি মোঃ আছলাম আলী পিপিএম”র নেতৃত্তে এসআই(নিঃ)/মোঃ সাইফুল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্সসহ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে বগুড়া জেলার সদর থানাধীন চারমাথা মোড় নামক স্থানে খাজা কনফেকশনারী দোকানের সামনে চারমাথা হইতে নওগাঁগামী পাকা রাস্তার দক্ষিণ পার্শ্বে বৈদ্যুতিক খুঁটির পাশে ফাঁকা জায়গা হইতে ১। ওমর ফারুক(২৪), পিতা মোঃ আবদুল গফুর, সাং গোদার বিল, থানা টেকনাফ, ২।মোঃ বিল্লাল উদ্দিন ওরফে সায়েম(৩৩), পিতা-মৃত হানিফ, সাং-তেতৈয়া, থানা-কক্সবাজার সদর, উভয় জেলা-কক্সবাজার,৩।মোঃ ফারুক মিয়া(২৫), পিতা মোঃ আব্দুস সালাম, ৪।মোছাঃ নিপা বেগম(২০), স্বামী-মোঃ ফারুক মিয়া, পিতা-মোঃ মফিজ মিয়া, উভয় সাং-গনকীরপাড়, থানা-চুনারুঘাট, জেলা-হবিগঞ্জদের ধৃত করিয়া তাহাদের দখল হইতে সর্বমোট ৩৫০০(তিন হাজার পাঁচশত) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক জব্দ করা হয়। আসামীরা নিজেরাই বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা কক্সবাজার হইতে বিশেষ কায়দায় অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয় করিয়া আনিয়া বগুড়া শহর এলাকায় মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় করিয়া থাকে। আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হইতেছে।