বগুড়া জেলার সংবাদবগুড়া সদর
মেমন হত্যাচেষ্টার বার্ষিকী উপলক্ষে বগুড়ায় ওয়ার্কার্স পার্টির বিক্ষোভ সমাবেশ
বগুড়া সংবাদ ডট কম : ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সভাপতি কমরেড রাশেদ খান মেমন হত্যাচেষ্টার ২৭ তম বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়ায় বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। শনিবার বিকেলে বগুড়া শহরের সাতমাথায় বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা কমিটির সভাপতি কমরেড সালেহা সুলতানা। বক্তব্য রাখন জেলার সাধারণ সম্পাদক ও যুব জেলা যুব মৈত্রির সভাপতি তাজুল ইসলাম রোম, জেলার নেতা কমঃ আব্দুর রউফ, এনামুল হক বাবলু, আবুল কালাম আজাদ, আব্দুল জলিল, খলিলুর রহমান, বগুড়া ডেকোরেটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, মকবুল হোসেন, যুবনেতা লুৎফর রহমান নাইচ, মুকুল হোসেন প্রমূখ। সমাবেশে বক্তারা রাশেদ খানি মেনন হত্যা প্রচেষ্টা কারিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।