বগুড়া জেলা যুবদলের বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া
বগুড়া সংবাদ ডট কম : শনিবার বিকেলে দলীয় কার্যালয়ে বগুড়া জেলা যুবদলের আয়োজনে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।এ সময় উপস্থিত ছিলেন আহবায়ক মোঃ খাদমেুল ইসলাম খাদমে, যুগ্ম আহবায়ক মোঃ জাহাঙ্গীর আলম, সদস্য সাব্বির হোসনে বাবলু, মো: ফারুকে আজম, মোঃ আতাউর রহমান শম্ভু, শাহনেওয়াজ সাজন, রাশেদুল ইসলাম, শফিকুল ইসলাম শফকি, মোস্তফা হানিফ সোহাগ, রেজাউল করমি লাবু, সাইফুল ইসলাম রনি, ফেরদৌস আজম সুমন, আহসান হাবিব মমি, আদিল শাহরিয়ার র্গোকি, হারুনুর রশিদ সুজন, আলী রেজা রুনু, আমিনুর রহমান শাহিন, আনোয়ার হোসনে সান্টু, তাজমিলুর ইসলাম বিচিত্র, মাহমুদুর হাসান প্রিন্স, এ্যাড. এনামুল হক পান্না, শরিফুল ইসলাম শামিম, ফিরোজ ওয়াহদে, সুরুজ্জামান সুরুজ, সিরাজুল ইসলাম সিরাজ, মিনহাজুল ইসলাম রমিন, ফরিদ আহমদে মুন, শাহদৎ হোসেন সোহাগ, জুম্মান শখে, রাশেদুল কবির রাশদে, মেহেদী হাসান নয়ন, মোসলমে উদ্দিন স্বপন. রেজাউল করিম, রায়হান শরিফ মাসুম, জাহাঙ্গির আলম বিপুল।
বগুড়া জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাড. সাইফুল ইসলাম কমিটি ঘোষনার বিষয়টি নিশ্চিত করেছেন।