fbpx
বগুড়া জেলার সংবাদবগুড়া সদর

নামুজা-বুড়িগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জলিল শেখ আর নেই ।। বিভিন্ন মহলে শোক জ্ঞাপন

বগুড়া সংবাদ ডট কম (নামুজা প্রতিনিধি আনোয়ার হোসেন) : অত্যন্ত নিষ্ঠাবান, সমাজকর্মী বগুড়া সদরের নামুজা ইউনিয়নের ৪নং ওয়ার্ড বগারপাড়া গ্রামের মৃত কলিম উদ্দিন শেখ এর পুত্র আব্দুল জলিল শেখ, প্রতিষ্ঠাতা সভাপতি নামুজা-বুড়িগঞ্জ প্রেসক্লাব। ১৬ই আগস্ট রাত সাড়ে ৮ টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন, (ইন্না……রাযেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। সুদীর্ঘ ২৪ বছরে সাংবাদিক থাকাকালীন তিনি সমাজসেবামূলক বিভিন্ন কর্মকান্ডে জড়িত থেকে এলাকাবাসীর মনোমুগ্ধতা অর্জন করেন। তাঁর বলিষ্ঠ নেতৃত্ব এলাকায়, সাংস্কৃতিক, ক্রীড়া, শিক্ষা ও বিনোদনমূলক কাজের প্রেরণা জুগিয়েছে। নিরহঙ্কার, মিশুক প্রকৃতির হাসিখুশি এই মানুষটি ছিলেন একনিষ্ঠবান। তার মৃত্যুর খবর চারিদিকে ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরদিন শনিবার দুপুর ২টায় নামাজে জানাযা স্থানীয় ফাযিল মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত হয়। উক্ত জানাযা নামাজের পূর্বে পরিবারের প্রতি শোক জ্ঞাপন করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহম্মেদ মিঠু, নামুজা ডিগ্রি কলেজের আধ্যক্ষ আলহাজ্ব সহিদুল ইসলাম দুলু, পিবর ইউপি সাবেক চেয়ারম্যান ও বগুড়া জেলা পরিষদ সদস্য আঃ করিম, বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সমাজ কল্যাণ সম্পাদক লুৎফর রহমান পচাঁ, এ্যাডঃ আঃ মান্নান, একেএম আব্দুল হান্নান আজাদ, নামুজা ইউপি চেয়ারম্যান এস,এম রাসেল মামুন, নিডো’র নির্বাহী পরিচালক রোটারিয়ান রফিকুল ইসলাম, বিশিষ্ঠ ঠিকাদার মকলেছার রহমান মকছেদ, নামুজা-বুড়িগঞ্জ প্রেসক্লাবের পক্ষে আব্দুর রহিম। এছাড়াও উপস্থিত ছিলেন মোকামতলা প্রেসক্লাবের সভাপতি নুরুল আমিন তালুকদার, সাংবাদিক রায়হান আলী তালুকদার রানা, জাহাঙ্গীর হোসেন, সাইদুর রহমান সাজু, এস,আই সুমন, খলিলুর রহমান আকন্দ, কামরুজ্জামান সহ অনেকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + 1 =

Back to top button
Close