বগুড়া জেলার সংবাদশিবগঞ্জ
বগুড়া জেলা যুবলীগ সভাপতির কার্যালয়ে সন্ত্রাসী হামলার প্রতিবাদে শিবগঞ্জে বিক্ষোভ সমাবেশ
বগুড়া সংবাদ ডট কম (শিবগঞ্জ প্রতিনিধি রশিদুর রহমান রানা) : বগুড়া জেলা যুবলীগের সভাপতি যুব নেতা শুভাশীষ পোদ্দার লিটনের কার্যালয়ে সন্ত্রাসী হামলার প্রতিবাদে শনিবার শিবগঞ্জ উপজেলা যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল উপজেলা সদর প্রদক্ষিণ করে।
মিছিল শেষে থানা মোড়ে এক প্রতিবাদ সমাবেশ উপজেলা যুবলীগের সভাপতি আব্দুস ছাত্তার এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক খ.ম শামীম, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুবলীগ নেতা শহিদ উদ্দিন, গোলাম মোস্তফা, ইউপি চেয়ারম্যান আব্দুল হাই প্রধান, হারুনুর রশিদ, সাহাবুদ্দিন শিবলী, তাজুল ইসলাম, আজিজুল হক, তাহেরুল ইসলাম মেহেদুল ইসলাম আশিক প্রমুখ।