দুপচাঁচিয়ায় ধর্ষণের অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার
বগুড়া সংবাদ ডট কম (দুপচাঁচিয়া প্রতিনিধি আবু রায়হান) : বগুড়ার দুপচাঁচিয়ায় বিয়ের প্রলোভন দিয়ে এক তরুণীকে(১৯) ধর্ষণের অভিযোগে নূর ইসলাম(২৭) নামের এক ব্যক্তিকে শনিবার ভোরে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ধর্ষক নূর ইসলাম উপজেলার কনকায় গ্রামের মৃত তোতা সরদারের ছেলে। পুলিশ ওই তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য শনিবার দুপুরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
থানার অভিযোগে জানা যায়, বিবাহিত নূর ইসলাম পাশের মাটিহাস গ্রামের ওই তরুণীকে বিয়ের প্রলোভন দিয়ে এ বছরের গত ১জুলাই প্রথম ধর্ষণ করে। তরুণী প্রথমে ঘটনাটি তাঁর পরিবারের কাউকে জানায়নি। এরপর নূর ইসলাম ওই তরুণীকে কয়েকবার ধর্ষণ করে। ওই তরুণী বিয়ের ব্যাপারে তাঁকে চাপাচাপি করলে সে তাঁকে পাত্তা দেয়নি এবং গত শুক্রবার রাতে আবারও তাঁকে ধর্ষণের চেষ্টা করলে তরুণী থানায় অভিযোগ করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা দুপচাঁচিয়া থানার উপপরিদর্শক(এসআই) জাকির হোসেন বলেন, শনিবার সকালে ওই তরুণী বাদী হয়ে নূর ইসলামকে আসামী করে থানায় ধর্ষণ মামলা করেছেন। নূর ইসলাম পুলিশের কাছে প্রাথমিক জিজ্ঞাসায় ধর্ষণের কথা স্বীকার করেছেন। তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।