দুপচাচিঁয়াবগুড়া জেলার সংবাদ
দুপচাঁচিয়ার তালোড়ায় খালেদা জিয়ার ৭৫তম জন্মবার্ষিকী ও রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল
বগুড়া সংবাদ ডট কম (দুপচাঁচিয়া প্রতিনিধি আবু রায়হান) : দুপচাঁচিয়া উপজেলার তালোড়ায় পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৭৫তম জন্মবার্ষিকী ও আশু রোগ মুক্তি এবং দীর্ঘায়ু কামনা করে শুক্রবার সন্ধ্যায় স্টেশন রোডস্থ দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন তালোড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আব্দুল জলিল খন্দকার, বিএনপি নেতা পৌর কাউন্সিলর হাসেম আলী, বিএনপি নেতা আব্দুল করিম, আব্দুর রশিদ, কাজী কাওছার, জানে আলম চৌধুরী পান্না, আমিনুল হক, তালোড়া পৌর শ্রমিকদলের সভাপতি খাদেমুল ইসলাম, যুবদল নেতা মাহিছুর রহমান কাজল, আনারুল ইসলাম বাবু, মাহফুজ,ছাত্রদল নেতা হাসিনুর হাসান দিপু, রনি, এমরানসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মী। দোয়া পরিচালনা করেন মাওঃ আকরাম হোসেন।