নন্দীগ্রামে শ্বশুড় বাড়ি মাতালেন ক্লোজআপ ওয়ান তারকা রিংকু
বগুড়া সংবাদ ডট কম (নন্দীগ্রাম প্রতিনিধি মো: এফএফ সরকার) : বগুড়ার নন্দীগ্রামে শ্বশুড় বাড়ি ঈদ করতে এসে ক্লোজআপ ওয়ান তারকা মশিউর রহমান রিংকু পালন করলেন তার ৩৯তম জন্মদিন। নন্দীগ্রাম পৌর শহরের দামগাড়া গ্রামে তার শ্বশুড়বাড়ি। যিনি সর্ব মহলে রিংকু নামেই পরিচিত। শুক্রবার (১৬ আগষ্ট) রিংকুর জন্মদিন উপলক্ষে সন্ধ্যার পর শ্বশুর বাড়িতে অনুষ্ঠানের আয়োজন করা হয়। রিংকুর সংগীতাঙ্গনে আনুষ্ঠানিক পথচলা ২০০৫ আয়োজিত ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতার মাধ্যমে। এরপর থেকে নিজেকে গানের ভুবনেই ধরে রেখেছেন। তার গানের ভক্ত একটি প্রজন্মই নয়, বয়স্ক-ছেলে- বুড়ো সব ধরনের শ্রোতাদের কাছে সমান জনপ্রিয় রিংকু। ক্লোজআপ ওয়ান তারকা মশিউর রহমান রিংকু কোরবানির ঈদে গত বৃহস্পতিবার নন্দীগ্রাম পৌরসভার দামগাড়া গ্রামে শ্বশুড় বাড়িতে বেড়াতে আছেন। তার আগমনের খবর পেয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষসহ তার ভক্তরা ঘিরে ফেলে। শুরু হয় সেলফি তোলা নিয়ে হুরোহুরি। সরাসরি কাছে পেয়ে রিংকুর সাথে সেলফির সুযোগে বেশ আনন্দিত ছিলেন নতুন প্রজন্মের তরুনরাসহ তার ভক্তরা। তবুও বিরক্তিবোধ করেননি রিংকু। শুক্রবার ছিল মশিউর রহমান রিংকু ৩৯ তম জন্মদিন। এ উপলক্ষে রাত ৯ টায় শ্বশুড় বাড়িতে তিনি শ্বশুড়-শ্বাশুড়ি, স্ত্রীসহ ভক্তদের নিয়ে জন্মদিনের কেক কাটেন। জন্মদিনে ভক্তসহ সকলের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হন রিংকু। রিংকু বলেন, আজকে আমার জন্মদিন, বয়স অনেক হলো, সময় যাচ্ছে, দিন যাচ্ছে, বয়স বাড়ছে। পাশাপাশি দায়িত্বও বাড়ছে, কাজও বাড়ছে। ঈদ বাড়িতে করেছি। তারপরে শ্বশুড় বাড়িতে এসেছি। এখানে ভালই লাগছে। উল্লেখ্য, নওগাঁ জেলার আত্রাই উপজেলার বড় সাওতা গ্রামের মৃত মহসীন আলী মৃধার ছেলে মশিউর রহমান রিংকু। ২০১৬ সালে আপন চাচাতো বোন মনিরা আকতার মৌকে বিয়ে করেন তিনি।