বগুড়া জেলার সংবাদবগুড়া সদর
অসহায় নারীর পাশে উইকেয়ার
বগুড়া সংবাদ ডট কম : বগুড়া সদরের লতিফপুর গ্রামনিবাসী অসহায় রেজিয়ার পাশে দাঁড়িয়েছে উইকেয়ার। রেজিয়ারকে বাটারফ্লাইয়ের একটি সেলাই মেশিন দিয়েছে উইকেয়ার এর কর্মকর্তারা। উইকেয়ার এর সহ-সভাপতি মোঃ ইমরান হক দিহান জানান , রেজিয়া সমাজের একজন সুবিধাবঞ্চিত নারী ।তার স্বামী ও তিন সন্তান বর্তমান । দারিদ্রের কষাঘাতে নির্যাতিত তিনি। উইকেয়ার কর্তৃপক্ষের নজরে এলে তার পূর্ণবানের ব্যবস্থা গ্রহণ করে।উইকেয়ার বিশ্বাস করে সমাজের এমন সুবিধাবঞ্চিত নারীদের পাশে দাঁড়ালে অবশ্যই সমাজ , দেশ ও জাতির উন্নয়ন সার্বিক হবে। উইকেয়ার এর জেনারেল সেক্রেটারি মোঃ সাইফুল্লাহ নাকিহ আরও জানান যে,সমাজের এসব সুবিধাবঞ্চিত নারীদের সহয়তায় উইকেয়ার বদ্ধপরিকর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উইকেয়ার এর কোষাধক্ষ্য নাহিদ মোরশেদ তমাল ও সাধারন সদস্য মোঃ মাসুদ পারভেজ।