ধুনটে ইয়াবা ও গাঁজা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
বগুড়া সংবাদ ডট কম (ধুনট প্রতিনিধি ইমরান হোসেন ইমন) : বগুড়ার ধুনটে থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজা সহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে ও শুক্রবার সকালে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলো উপজেলার গোপালনগর ইউনিয়নের ধেরুয়াহাটি গ্রামের শাহ জালালের ছেলে মাদক ব্যবসায়ী নুরুল ইসলাম, কাশেম আলীর ছেলে চাঁন মাহমুদ ও গোসাইবাড়ী ইউনিয়নের চিথুলিয়া গ্রামের সহরাব মন্ডলের ছেলে মিলন মন্ডল। থানা সুত্রে জানা যায়, ধুনট থানার এসআই মন্তাজ আলী, এ এসআই সালাম, শাহজাহান, রায়হান ৮ পিস ইয়াবা ট্যাবলেট সহ ধেরুয়াহাটি গ্রামের নুরুল ইসলামের বাড়ী থেকে চাঁন মাহমুদ ও নুরুল ইসলামকে আটক করে। অপরদিকে ধুনট থানার এসআই প্রদীপ কুমার বর্মন শুক্রবার সকালে চিথুলিয়া এলাকা থেকে ৯০ গ্রাম গাঁজাসহ মিলন মন্ডলকে আটক করে। ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবত এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ তাদের কে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের পর তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।