মাদককে না বলুন,ক্রীড়াকে হ্যাঁ বলুন সুন্দর সমাজ গঠনে যুব সমাজকে খেলা ধূলায় মনোযোগী হতে হবে। ……তুহিন খান
বগুড়া সংবাদ ডট কম (মহাস্থান প্রতিনিধি এস আই সুমন) : শুক্রবার বিকেলে বগুড়া সদরের গোকুল ইউনিয়নের রামশহর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এলাকার যুব সমাজের আয়োজনে শর্ট পিচ ক্রিকেট টূর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। সমাজ সেবক আলহাজ্ব মঞ্জুর কাদিরের সভাপতিত্বে খেলায় বিজয়ীদের হাতে পুরুস্কার তুলে দেন বগুড়াার কালিতলা উন্নয়ন
শ্রমজীবি সমবায় সমিতির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রামশহর পূর্বপাড়া জামে মসজিদ কমিটির সভাপতি মরহুম তছলিম উদ্দিন খান সাহেবের নাতী বিশিষ্ঠ সমাজ সেবক মোঃ মেহেদী হাসান তুহিন খান। পুরুষ্কার বিতরন কালে তিনি বলেন, মাদককে না বলুন,আর ক্রীড়াকে হ্যাঁ বলুন,খেলাধুলা করলে যুব সমাজ বিপথগামী হয়না।মাদকে জড়িয়ে পড়েনা। সুন্দর সমাজ গঠনে যুবকদেরকে খেলাধুলায় মনোযোগী হতে হবে,খেলাধুলা করলে শরীর ও মনের বিকাশ ঘটে। তিনি আরও বলেন,এলাকার সার্বিক উন্নয়নে তিনি সব সময় সহযোগিতা করবেন এব্যাপারে তিনি সকলের সহযোগীতা ও সু-পরামর্শ কামনা করেন। সেই সাথে সুন্দর একটি আয়োজন করার জন্য তিনি যুব সমাজকে ধন্যবাদ জানান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোকুল ইউপির সংরক্ষিত মহিলা সদস্যা মোছাঃ তহমিনা বেগম,সমাজ সেবক শরীফ উদ্দিন মন্ডল। এ সময় উপস্থিত ছিলেন,বিশিষ্ট সমাজ সেবক আব্দুর রহমান রিপন,প্রধান আলোচক যুবলীগ নেতা হোসাইন মোঃ ইমরান,ইউসুফ আলী,সুলতান আলী সিজার,হিরা,আলমগীর হোসেন উজ্জল,পিন্টু মিয়া,সানোয়ার হোসেন,ছাত্রলীগ নেতা কাজল,ফাতেমা বিল্লাহ,উন্নয়ন শ্রমজীবি সমবায় সমিতির ম্যানেজার সানজিদা খানম শিমু,আনিছার রহমান আনিছ,কল্পনা বেগম,হিমা বেগম,লতা বেগম,মোর্শেদা বেগম, আরিয়ান রায়হান সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। খেলায় রামশহর খেরুয়াপাড়া ক্লাবকে ১৩ রানে পরাজিত করে আশোকোলা বন্ধু ক্লাব জয়লাভ করে।খেলা পরিচালনা করেন ফরিদ আহম্মেদ ও রাজিব হোসেন। খেলায় পুরুষ্কার হিসাবে বিজয়ী দলকে একটি ছাগল ও রানার্স আপ দলকে রাজহাঁস দেওয়া হয়।