fbpx
বগুড়া জেলার সংবাদবগুড়া সদর

বঙ্গবন্ধুর স্বপ্ন ছিলো ক্ষুধা মুক্ত, দারিদ্র্য মুক্ত বাংলাদেশ -মজিবর রহমান মজনু

শুক্রবার বিকালে জেলা পরিষদ মিলনায়তনে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা বগুড়া জেলা কমিটির উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহামনের শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে “রক্তাক্ত ধানমন্ডি-৩২ শীর্ষক অনুষ্ঠানে পুরস্কার বিতরন করেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মজিবর রহমান মজনু।

বগুড়া সংবাদ ডট কম : বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু বলেছেন, বঙ্গবন্ধু ছিলেন তৃতীয় বিশ্বের অবিসংবাদিত নেতা। শোষিত মানুষের অধিকার আদায়ে সারাবিশ্বের মূর্ত প্রতীক ছিলেন তিনি। বাঙালীকে স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছিলেন এবং স্বাধীন করে প্রমাণ করে দিয়েছিলেন তিনিই বাঙালীর নেতা। তার স্বপ্ন ছিল ক্ষুধা মুক্ত, দারিদ্র্য মুক্ত সোনার বাংলা। যা ঘাতকরা হতে দেয়নি। ৭৫’এর ১৫ আগস্ট বাঙালী জাতির স্বপ্নকে ঘাতকরা হত্যা করেছিলো। তারা চেয়েছিলো বঙ্গবন্ধুর নাম মুছে ফেলতে। কিন্তু তা পারেনি। বাঙালী জাতি ঠিকই জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদনে ছুটে আসে। স্বপ্নের সেই সোনার বাংলা বিনির্মাণে তার অবর্তমানে কাজ করে যাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। সবাইকে তার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

বৃহস্পতিবার সকাল ৮টায় জাতীয় শোক দিবস উপলক্ষে বগুড়া জেলা আওয়ামী লীগের উদ্যোগে র‌্যালী শেষে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলি বলেন। সভায় সভাপতিত্ব করেন বগুড়া জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডা. মকবুল হোসেন। সভায় আরো বক্তব্য রাখেন টিএম মুসা পেস্তা, আবুল কালাম আজাদ, এড. মকবুল হোসেন মকুল, এড. আমানুল্লাহ, শাহ আব্দুল খালেক, রাগেবুল আহসান রিপু, টি জামান নিকেতা, মঞ্জুরুল আলম মোহন, প্রদীপ কুমার রায়, শাহরিয়ার আরিফ ওপেল, এড. সাইফুল ইসলাম, এড. জাকির হোসেন নবাব, সুলতান মাহমুদ খান রনি, এড. শফিকুল আলম আক্কাস, আনিছুজ্জামান মিন্টু, অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু, এস.এম রুহুল মোমিন তারিক, মাশরাফী হিরো, আলরাজী জুয়েল, আবু সুফিয়ান সফিক, মাফুজুল ইসলাম রাজ, শাহাদৎ হোসেন শাহিন, ওবায়দুল হাসান ববি, এডনিস বাবু তালুকদার, আলমগীর বাদশা, আব্দুস সালাম, সাজেদুর রহমান সাহিন, আমিনুল ইসলাম ডাবলু, জুলফিকার রহমান শান্ত, এড. লাইজিন আরা লিনা, ডালিয়া নাসরিন রিক্তা, মঞ্জুরুল হক মঞ্জু, নাইমুর রাজ্জাক তিতাস, অসীম কুমার রায়, পৌর কাউন্সিলর সৈয়দ সার্জিল আহমেদ টিপু, আরিফুর রহমান আরিফ, রাশেদুজ্জামান রাজন প্রমুখ। এর আগে সকাল সাড়ে ৭টায় জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ এবং সকাল পৌণে ৮টায় বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

14 + eighteen =

Back to top button
Close