fbpx
বগুড়া জেলার সংবাদসারিয়াকান্দি

সারিয়াকান্দিতে যমুনায় গোসল করতে নেমে ২ ভাই নিখোঁজ

বগুড়া সংবাদ ডট কম (রাহেনূর ইসলাম স্বাধীন, সারিয়াকান্দি প্রতিনিধি) : বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীতে গোসল করতে নেমে আপন দুই ভাই নিখোঁজ হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার কাজলা ইউনিয়নের পাকুরিয়া চরে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ দুই ভাই হলো- বগুড়া শহরতলী আটাপাড়ার পল্লী চিকিৎসক আতিকুর রহমানের ছেলে ওমর আলী ও জাহিদ হাসান। তারা দুজনই বগুড়ার শাহিন স্কুলের শিক্ষার্থী বলে জানা গেছে।

প্রত্যাক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালে বগুড়া উপশহরের শাহিন স্কুল অ্যান্ড কলেজের ১০ থেকে ১২ জন শিক্ষার্থী সারিয়াকান্দিতে যমুনার তীরে বেড়াতে আসে গোসল করতে। এ সময় কালিতলা ঘাট থেকে দুপুর ১টার দিকে তারা নৌকায় করে পাকুরিয়া চরে যায়। বন্যার পানি শুকিয়ে যাওয়ার পর জেগে ওঠা চরে তারা ফুটবল খেলার সময় হঠাৎ করে পাশের নদীতে বল ভেসে যায়। এ সময় ভেসে যাওয়া বল আনতে নদীতে ঝাঁপ দিলে প্রবল স্রোতের কারণে ওই দুই ভাই ভেসে চলে যায়।

সারিয়াকান্দি থানার উপপরিদর্শক (এসআই) সুব্রত কুমার ঘোষ জানান, নিখোঁজ দুই সহোদরের সন্ধানের জন্য রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবরি দল পৌছেছে এবং উদ্ধার কাজ চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

3 × one =

Back to top button
Close