fbpx
শেরপুর

উত্তরবঙ্গের শীর্ষস্থানীয় আলেম মাওলানা শামছুদ্দিনের ইন্তেকাল

কামাল আহমেদ, শেরপুর (বগুড়া)
উত্তরবঙ্গের শীর্ষস্থানীয় আলেমে দ্বীন বগুড়ার শেরপুর শহীদিয়া আলীয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হযরত মাওলানা শামছুদ্দিন আর নেই। তিনি রবিবার (২৭মার্চ) সকালে বগুড়ার একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। তার বয়স হয়েছিল ৮২বছর। মুত্যুকালে এক ছেলে তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত রোগে ভূগছিলেন। একইদিন বিকেল পাঁচটায় প্রবীণ এই আলেমের গ্রামের বাড়ি উপজেলার মির্জাপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। এরআগে বেলা তিনটায় মরহুমের ৪৩বছরের কর্মস্থল শেরপুর শহীদিয়া আলীয়া মাদ্রাসা মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজাপূর্ব স্মরণসভায় বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের জাতীয় সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আলহাজ¦ হাবিবর রহমান, বগুড়া সদর আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ, রাজশাহী বিশ^বিদ্যালয়ের আরবি বিভাগের প্রধান মাওলানা আব্দুস সালাম, সরকারী আযিযুল হক কলেজের উপাধ্যক্ষ আব্দুল কাদের, শেরপুর পৌরসভার মেয়র জানে আলম খোকা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুস সাত্তার, সহ-সভাপতি মুনসী সাইফুল বারী ডাবলু, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহজামাল সিরাজী, শেরপুর আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ হাফিজুর রহমান, উলিপুর মহিলা মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল হাই বারী, উপজেলা যুবলীগের সভাপতি তারিকুল ইসলাম তারেক, প্রমূখ বক্তব্য রাখেন। জানাজায় উত্তরাঞ্চলের বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষ-সুপারসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষক-ছাত্রসহ পাঁচ সহ¯্রাধিক মানুষ অংশ নেন। প্রথম জানাজার ইমামতি করেন আইলপুনিয়া দরবার শরীফের পীর ডা. আব্দুল মান্নান। দ্বিতীয় জানাজার ইমামতি করেন মরহুমের জামাই রাজশাহী বিশ^বিদ্যালয়ের আরবী বিভাগের অধ্যাপক ড. তাকী।
এদিকে বিভিন্ন মাদ্রাসা-মসজিদসহ ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আল্লামা শামছুদ্দিনের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। হাজার হাজার মাদ্রাসা ছাত্র-ছাত্রীদের শিক্ষকের মৃত্যুর খবর পেয়ে হাজারো মানুষ তাঁর গ্রামের বাড়িতে ছুটে আসছেন এবং কবর জিয়ারত করছেন বলে জানা গেছে।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 − 1 =

Back to top button
Close