শেরপুরে বাসের চাপায় ওষুধ কোম্পানির গাড়ি চালক নিহত
শেরপুর (বগুড়া) সংবাদদাতা
বগুড়ার শেরপুরে যাত্রীবাহী বাসের চাপায় একটি ওষুধ কোম্পানির গাড়ি চালক নিহত হয়েছেন। তার নাম মো. মঞ্জুরুল হক মিলন (৩৮)। তিনি উপজেলার কুসুম্বী ইউনিয়নের দুবলাগাড়ী গ্রামের আব্দুর রহিম বক্সের ছেলে। সোমবার (১৫মার্চ) ভোররাতে পৌরশহরের ঢাকা-বগুড়া মহাসড়কের খেজুরতলা এলাকাস্থ নতুন বাস টার্মিনাল এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, মঞ্জুরুল হক বগুড়ায় একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন। ঘটনার রাতে কর্মস্থল থেকে বাড়ি যাচ্ছিলেন তিনি। পথিমধ্যে উক্ত স্থানে মহাসড়কের পূর্বপাশ থেকে পশ্চিম পাশে পার হচ্ছিলেন। এসময় ঢাকাগামী বেপরোয়া গতির একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পরপরই ঘাতক বাসটি দ্রæত চলে যাওয়ায় চালক ও তার সহকারী কাউকেই আটক করা যায়নি। তবে বাসটি চিহিৃত করে তাদের ধরতে চেষ্টা চালানো হচ্ছে। সেইসঙ্গে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে দাফনের জন্য লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।